কৃতি শিক্ষার্থী সমবর্ধনা অনুষঠান-২০১১

আগামী ০১-লা অক্টোবর ২০১১ সাতকানিয়া সমিতির পক্ষ থেকে  "কৃতি শিক্ষার্থী সমবর্ধনা-২০১১" দেওয়া হবে। সাতকানিয়ার অদিবাসি যারা চট্টগ্রাম শহরে বসবাস করে তাদের সন্তান যারা S.S.C ও H.S.C ২০ পরীক্ষায় GoldenA+, A+ পেয়েছে কেবল তারাই আবেদন করতে পারবে। আবেদন ফরমের জন্য যোগাযোগ করতে পারেন নিন্মোক্ত নাম্বারে 01818830621. পিতা অথবা মাথার যে কেও সাতকানিয়ার অদিবাসি হলে চলবে। ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ ২০ অক্টোবর ২০১১।  অনুষঠান অনুিষঠত হবে ডায়মন্ড টাচ কমিউনিটি সেন্টার দেওয়ান হাট রোড চট্টগ্রাম। এতে প্রধান অতিতি হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় মন্থ্রী আফচারুল আমিন।

Comments

Popular posts from this blog

থিমেটিক অ্যাম্বাসেডর বঙ্গ কন্যা- সায়মা ওয়াজেদ পুতুল।