Posts

Showing posts from September, 2011

শীঘ্রই আসছে সকল University-র জন্য High Speed Internet.

Image
সুখবর! সুখবর! সুখবর! হ্যাঁ ,আনন্দ প্রকাশের ভঙ্গিমাটা এবার কিন্তু একটু বেশই পজিটিভ হতে পারে। কারন আর কিছুই না, আসছে সকল বিশ্ববিদ্যালয়ের জন্য দ্রুত-গতির ইন্টারনেট সুবিধা। সম্প্রতি বাংলাদেশের ইউনিভারসিটি গ্রান্ট কমিশন পাওয়ার গ্রীড কোম্পানী অব বাংলাদেশের সাথে ২০ বছরের একটি চুক্তি করেছে।

কৃতি শিক্ষার্থী সমবর্ধনা অনুষঠান-২০১১

আগামী ০১-লা অক্টোবর ২০১১ সাতকানিয়া সমিতির পক্ষ থেকে  "কৃতি শিক্ষার্থী সমবর্ধনা-২০১১" দেওয়া হবে। সাতকানিয়ার অদিবাসি যারা চট্টগ্রাম শহরে বসবাস করে তাদের সন্তান যারা S.S.C ও H.S.C ২০ পরীক্ষায় GoldenA+, A+ পেয়েছে কেবল তারাই আবেদন করতে পারবে। আবেদন ফরমের জন্য যোগাযোগ করতে পারেন নিন্মোক্ত নাম্বারে 01818830621. পিতা অথবা মাথার যে কেও সাতকানিয়ার অদিবাসি হলে চলবে। ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ ২০ অক্টোবর ২০১১।  অনুষঠান অনুিষঠত হবে ডায়মন্ড টাচ কমিউনিটি সেন্টার দেওয়ান হাট রোড চট্টগ্রাম। এতে প্রধান অতিতি হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় মন্থ্রী আফচারুল আমিন।