শীঘ্রই আসছে সকল University-র জন্য High Speed Internet.
সুখবর! সুখবর! সুখবর! হ্যাঁ ,আনন্দ প্রকাশের ভঙ্গিমাটা এবার কিন্তু একটু বেশই পজিটিভ হতে পারে। কারন আর কিছুই না, আসছে সকল বিশ্ববিদ্যালয়ের জন্য দ্রুত-গতির ইন্টারনেট সুবিধা। সম্প্রতি বাংলাদেশের ইউনিভারসিটি গ্রান্ট কমিশন পাওয়ার গ্রীড কোম্পানী অব বাংলাদেশের সাথে ২০ বছরের একটি চুক্তি করেছে।