Posts

Showing posts from 2020

ফজরের নামজের গুরুত্ব ও ফজিলত

Image
ফজরের সালাতের ১০টি ফজিলত এগুলো জানার পর কারো আর ফজর সালাতে গাফেলতি, অলসতা আসবেনা... ইনশাআল্লাহ . *১.ফজরের সালাত মুমিন ও মুনাফিকের মধ্যে পার্থক্যকারী,কেননা রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, '"মুনাফিকের জন্য ফজর সালাত আদায় কষ্টকর""* (বুখারী ৬৫৭,৬৪৪,২৪২০,৭২২৪...মুসলিম--৬৬১) . *২.রাসূল (সাঃ) বলেন, "যে ব্যক্তি ফজরের সালাত আদায় করে, সে ব্যক্তি ঐ দিন আল্লাহর জিম্মায় চলে যায়।অর্থাৎ স্বয়ং আল্লাহ তালা ঐ ব্যক্তির দায়িত্ব নেন।* (সহিহ মুসলিম,তিরমিজি--২১৮৪) . *৩.রাসূল (সাঃ) বলেছেন, *" যে ব্যক্তি ফজরের সালাত আদায় করবে,আল্লাহর ফেরেশতাগন আল্লাহর কাছে ঐ ব্যক্তিকে ভালো মানুষ হিসেবে সাক্ষী দিবে।* (বুখারী-মুসলিম) . *৪. রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, *'"যে ব্যক্তি ফজর সালাত জামাতের সাথে আদায় করে,আল্লাহতালা তার আমলে দাঁড়িয়ে সারারাত নফল নামাজ আদায়ের সওয়াব দিয়ে দেন!* (সহিহ মুসলিম-১০৯৬) . *৫. রাসূল সাঃ বলেছেন, *"" যে ব্যক্তি ভোরে হেঁটে হেঁটে ফজরের সালাত আদায়ের জন্য মসজিদে প্রবেশ করবে,আল্লাহতালা কিয়ামতের দিন তার জন্য পরিপূর্ণ আলো দান করবেন।*...

সন্ধান দাতাকে পুরষ্কৃত করা হবে।

Image
একে ধরিয়ে দিন, একে ধরিয়ে দিন,  সন্ধান দাতাকে পুরষ্কৃত করা হবে। খোরশেদ আলম প্রকাশ (আলম) গত বুধবার 29/07/2020 বেলা 11.30 সময় আমা দের প্যারিস প্যারাডাইস-বান্দরবান  অফিসের নগদ 2,50,000/-টাকা নিয়ে পালিয়ে যায়।  তার গ্রামের বাড়ি সাতকানিয়া দেওদিঘি এলাকায় সন্ধান দাতাকে সম্মান জনক পুরষ্কার প্রদান করা হবে। বিশস্ত সূত্রে জানা যায় বর্তমানে সে চট্টগ্রামে অবস্থান করছে তার ব্যবহৃত মোবাইল নাম্বার - 01861271042, 01715354805 আমাদের যোগাযোগ নাম্বার 01777765770 01777765777
Image
বান্দরবান পার্বত্য জেলা পরিষদ এর ২০২০-২০২১ অর্থ বৎসরের ঠিকাদারি লাইসেন্স নবায়ন ও নতুন ঠিকাদার তালিকাভুক্তির নোটিশ।

থিমেটিক অ্যাম্বাসেডর বঙ্গ কন্যা- সায়মা ওয়াজেদ পুতুল।

Image
শুভেচ্ছা ও অভিনন্দন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার কন্যা-সায়মা ওয়াজেদ হোসেন পুতুল নব নির্বাচিত সিভিএফ-এর ‘থিমেটিক অ্যাম্বাসেডর’। ক্লাইমেট ভালনারেবল ফোরাম (সিভিএফ) ন্যাশনাল অ্যাডভাইসরি কমিটি অন নিউরোডেভেলপমেন্টাল ডিজঅর্ডার্স অ্যান্ড অটিজম-এর চেয়ারপারর্সন সায়মা ওয়াজেদ হোসেন-কে ‘ভালনারেবিলিটি’ থিমেটিক বিভাগের অধীনে ‘থিমেটিক অ্যাম্বাসেডর’ হিসেবে মনোনীত করেছে। সায়মা ওয়াজেদ হোসেন পুতুল এর পাশাপাশি, সিভিএফ মালদ্বীপের সাবেক স্পিকার ও প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ, ফিলিপাইনের পার্লামেন্টের ডেপুটি স্পিকার লোরেন লেগার্ডা এবং গণপ্রজাতন্ত্রী কঙ্গোর শীর্ষ জলবায়ু পরিবর্তন বিশেষজ্ঞ টোসি পান-পানুকে সংগঠনটির ‘থিমেটিক অ্যাম্বাসেডর’ হিসেবে মনোনীত করেছে। এদেরকে অপর তিনটি থিমেটিক বিভাগ-অ্যাম্বিশন, পার্লামেন্ট ও রিনিউয়েবল এনার্জি-র অধীনে নিয়োগ দেয়া হয়েছে। সিভিএফ এর থিমেটিক অ্যাম্বাসেডর হিসেবে তারা বিশ্বব্যাপী জনসাধারণের কাছে প্রচারণা চালাবেন এবং বিভিন্ন সংশ্লিষ্ট মহল ও সংগঠনের মাঝে সমন্বয় ঘটাবেন এবং বিভিন্ন প্লাটফরমে জলবায়ু পরিবর্তনের মারাত্মক ...

সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশন উদ্ধোধন।

Image
সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থাপিত বঙ্গমাতা ফজিলতুন্নেছা মুজিব আইসোলেশন সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন ড.আবু রেজা নদভী এমপি। ==================================== চট্টগ্রাম- ১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী বলেন, মহামারি করোনাকে সামাল দেওয়ার জন্য উন্নত দেশগুলোর ব্যাপক প্রস্তুতি ও উদ্যোগ সত্ত্বেও সেখানে লাখো মানুষের মৃত্যু ঘটেছে। আল্লাহ পাকের অপার কৃপায় আমাদের দেশে মৃত্যুর হার অনেক কম। শুরুতেই দেশে করোনা রোগীদের চিকিৎসায় অনেক সংকট ছিল, এখনো সংকট পুরোপুরি না কাটলেও মাননীয় প্রধানমন্ত্রীর  নির্দেশনায় বিভিন্ন হাসপাতালের সেবা ও সরকারি ব্যবস্থাপনার প্রসার এবং বেসরকারি উদ্যোগ উদ্বুদ্ধকরণের ফলে করোনা রোগ প্রতিরোধে বেশ অগ্রগতি হয়েছে। তিনি বলেন, খেটে খাওয়া মানুষের উন্নয়নশীল এই দেশে শুরুতেই দুই মাসের বেশি প্রায় সবকিছু বন্ধ ছিল। এখন সীমিত আকারে খোলা হয়েছে। কারণ, জীবন ও জীবিকা দুটিই রক্ষা করতে হবে। তিনি আজ ২২ জুলাই সকাল ১১টায় করোনা রোগীদের জন্য সেন্ট্রাল অক্সিজেন সিস্টেমসহ অত্যাধুনিক চিকিৎসা সেবা নিশ্চিত করনের জন্য ...

News-Bangla : সবার জানা উচিত

News-Bangla : সবার জানা উচিত : জেনে_রাখা_ভালো                                     #চাহিবামাত্র_ইহার_বাহককে_দিতে_বাধ্য_থাকিবে’ টাকায় কথাটি যে কারণে লেখেঃ টাকায় লেখা...

সবার জানা উচিত

Image
জেনে_রাখা_ভালো                                     #চাহিবামাত্র_ইহার_বাহককে_দিতে_বাধ্য_থাকিবে’ টাকায় কথাটি যে কারণে লেখেঃ টাকায় লেখা থাকা ‘চাহিবামাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে’ লেখাটি নিশ্চয়ই খেয়াল করেছেন। তবে কখনো কী ভেবে দেখেছেন, ১ ও ২ টাকা বাদে বাকি সব টাকার নোটে কেন এই কথাটি লেখা থাকে? জেনে নিন এই প্রশ্নের সহজ উত্তর। আমরা জানি বাংলাদেশের মুদ্রা ছাপার একমাত্র প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংক। কথা হলো এই মুদ্রা আসলে কী? মুদ্রা বলতে কী বোঝায় সেই সম্পর্কে সবারই একটু ধারণা রাখা ভালো। বাংলাদেশের সরকারি মুদ্রা হলো দুটি। ১ ও ২ টাকার নোট কিংবা কয়েন হলো সরকারি মুদ্রা আর বাকিগুলো হলো সমপরিমাণ টাকার বিনিময়ে বাংলাদেশ ব্যাংক কর্তৃক ছাপানো বিল অব এক্সচেঞ্জ। বাংলাদেশ ব্যাংক টাকার বিপরীতে নোট ছাপে। তাই এটা বাংলাদেশের জনগণের কাছে বাংলাদেশ ব্যাংকের দায়। মনে করুন, আপনি কোনো কারণে ব্যাংক নোটের উপরে আস্থা রাখতে পারছেন না। তাই আপনি ১০০ টাকার একটি নোট বাংলাদেশ ব্যাংক কাউন্টারে জমা দিয়ে বিনিময় চাইলেন। ব...